Procoder Academy

১০% ডিসকাউন্ট পেতে, চেক আউটে  “PRO10” কুপন কোড ব্যবহার করুণ।

রিফান্ড পলিসি

কোর্সে এনরোল করার আগে অবশ্যই কোর্স কারিকুলাম ভালো করে দেখে নেবেন। একবার এনরোল করার পর যদি বলেন, “আমি ওয়েবসাইটের এই জায়গাটা দেখিনি, ” বা ” ভালো করে পড়ে দেখিনি,” কিংবা “আমার চোখ এড়িয়ে গেছে”—এসব অনুরোধ আমরা নিতে পারব না।

Procoder Academy বা ProAcademy থেকে একবার কোর্স কিনলে, রিফান্ডের কোনো সুযোগ থাকবে না। প্রতিটি কোর্স পেজে সবকিছু বিস্তারিতভাবে লেখা আছে। তাই আমাদের অনুরোধ, কোর্স কেনার আগে একবার সময় নিয়ে কন্টেন্টগুলো ভালো করে দেখে নিন।

আমাদের উদ্দেশ্য একটাই—আপনার শেখার যাত্রাটা Smooth আর আনন্দময় হোক। কিন্তু সেটা তখনই সম্ভব, যদি আপনি প্রথম থেকেই বুঝেশুনে এগোন। ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেটাই আমাদের চেষ্টা।

Scroll to Top